'বঙ্গদেশে' প্রকাশিত আমার কবিতা
https://www.bangodesh.com/2021/03/satire/
একটু ঘুমিয়ে নিন;
তাহলে মাথাটা ফ্রেশ হয়ে যাবে।
দূরের ঝোপের জোটটাকে
পরিস্কার বুঝে নিতে পারবেন।
জোট তো একটা নয়, হরেকরকমবা;
পাঁচসিকে হরেক মালের জোট
পেরিয়ে পেরিয়ে এখন তিরিশ টাকা!
মুখোশের সাইজটা যদিও একই, তবু
রঙ-চঙ আজো জেল্লাদার; একেবারে মালামাল …
কতো ধরনের জোট: সেকুলার, অসাম্প্রদায়িক,
উন্নয়ন … আরো আছে বাকি;
ঘরের মেয়ের জোট, পরের ছেলের ঘোঁট
ইত্যাদি প্রভৃতি …
ক্লান্ত লাগছে একটু? তাহলে ঘুমিয়ে নিন।
তারপর ভোরে ঘন্টাধ্বনি, সন্ধ্যেয় শাঁখের
আওয়াজ শোনার আশায় বুক বেঁধে, জল ঠেলে,
আগাছাগুলোকে তুলতে তুলতে
এগোতে থাকুন; দেখবেন,
সামনেই লক্ষ্য পরিস্কার -
রামধনু বাংলার …
@ সুজিৎ রায়
No comments:
Post a Comment