'হিসাব'

'বঙ্গদেশে' প্রকাশিত আমার কবিতা 'হিসাব'।

https://www.bangodesh.com/2020/10/accounting-for-police-brutality/


জলের আমি, জলের তুমি

রঙিন হলো জলকামান;

মাটির ‘পরে পাগড়ি লোটে

জলের দরে বিকোয় মান!


সুশীল আমি, সুশীল তুমি

সুশীল খুব বিদ্বজ্জন;

হিসাব খুঁজে পাওনা যতো

মেলায় তাল হুক্কা জন!


তানের আমি, তানের তুমি

তান ধরেছি হিসাব দিন;

এবার থেকে বুঝেই নেবো

রাত পেরিয়ে নতুন দিন!


দিনের আমি, দিনের তুমি

দিনের কড়ি মিলবে তাই;

ফেলার কড়ি বুঝবে তবে

মাটির শুধু হিসাব চাই!


@ সুজিৎ রায়

No comments:

Post a Comment