স্বপ্ন-ঘর

'বঙ্গদেশ' নেট-ম্যাগাজিনে পরিযায়ী শ্রমিকদের উপর আমার 'স্বপ্ন-ঘর' কবিতাটি প্রকাশিত হয়েছে।




স্বপ্ন-ঘর

শ্রম বেচে খাই রাজ্যে রাজ্যে,
বেড়িয়ে পড়েছি ঘর ছেড়ে,
কোন কালে …
ভোটের সময় ডাক পড়ে!
আয়রে ভোটার, টিপ দিয়ে যাস
ঠিক কালে!

এখন আমরা শুধু অপেক্ষায় আছি …
নয় তো রেলের লাইন ধরেই হাঁটতেই থাকি,
পা-বাড়াই স্বপ্ন-ঘরে …
হাঁটতে হাঁটতে বোঁচকা-সমেত ঘুম পেয়ে যায় …
ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে থাকি স্বপ্ন-ঘোরে
রেলের চাকায়, ট্রাকের তলায় স্বপ্নলোকে!

তারপরে, গল্পটাতো সবারই জানা …
লকডাউনের বাজারে এখন ফুটনোটে!
বাকি যারা রাজ্যে রাজ্যে,
পেট-বেঁধে থাকো; সময়টাতে নয় ভালো!
স্বপ্ন-ঘর হতেই থাকুক কালো কালো
আরো কালো …

No comments:

Post a Comment

Research Structure, Process and Behaviour

Here is the link of eBook of my book on research studies titled "Research: Structure, Process and Behaviour".  Research eBook Rega...